
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচন ২০২৪-এর তফশিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ হবে আগামী ৬ মার্চ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনের ছবিসহ খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানোর শেষ সময় ১৭ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৫টা পর্যন্ত। ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি)।
মনোনয়ন বিতরণ ও জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত।
যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। আপত্তি-নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহার ২৪ ফেব্রুয়ারি। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৫ ফেব্রুয়ারি।
এছাড়া ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হবে সকাল ১১টায়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]