
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য প্রয়াত রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর, বুধবার সকাল ১০টায় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত এই শোক সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুল হামিদ সেলিম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিরীটী পাল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামিমা রসুল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহকারী অধাপক জেবিন আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ রায়, জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক জামাল আহমদ।
শোক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. জাবির মালিক। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজহার উদ্দিন শিমুল'র সঞ্চালনায় শোক সভাটিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩রা নভেম্বর) বিকেলে সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় মারা যান তরুণ সাংবাদিক, ইসলামি সংগীত শিল্পী, সংবাদ পাঠক, কলাম লেখকসহ প্রতিভাবান মেধাবী শিক্ষার্থী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী। বাবা মায়ের একমাত্র সন্তান জকিগঞ্জের রেদ্বওয়ান মাহমুদের অকাল মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
বিবার্তা/সোহেল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]