
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে আরও দুই বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে আজ (বুধবার) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০২০ সালের ১৬ নভেম্বর বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব থাকাকালে তাকে এ পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সেই মেয়াদ আগামী ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা।
আজ জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর বা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। পুনরায় চুক্তির ক্ষেত্রে আগের শর্তগুলো অপরিবর্তিত থাকবে।’
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]