
হংকংয়ে গণতন্ত্রপন্থি ছয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করা হয়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, বুধবার হংকংয়ের অনলাইন খবরের পোর্টাল স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশি চালানো হয় সাংবাদিকদের বাড়িতেও। পরে ছয় সাংবাদিককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। তবে বিবৃতিতে সাংবাদিকদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশের অভিযোগ, খবরের নামে দেশবিরোধী লেখা প্রকাশ করা হচ্ছিল। গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই তাদের দপ্তরে যাওয়া হয়েছিল।
ছয় সাংবাদিকের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। কয়েকজন ওই পোর্টালের সাবেক সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে স্ট্যান্ড নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক পেট্রিক লামও রয়েছেন। তাকে হাড়কড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ।
সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পর হংকং জুড়ে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে। চীন যে নতুন আইন তৈরি করেছে, তা নিয়ে আবার সরব হয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]