আবারও ঢাকার মঞ্চে আসছে ‘মার্ক্স ইন সোহো’। বটতলা এবং যাত্রিক-এর যৌথ প্রযোজনায় তিন দিনে এ নাটকের পাঁচটি প্রদর্শনী হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একটি প্রদর্শনী এবং শুক্র ও শনিবার বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির আরও চারটি প্রদর্শনী হবে।
এই পাঁচ প্রদর্শনীর টিকেট পাওয়া যাচ্ছে এই ঠিকানায়- shttps://bottala.com/ticket/। পরিচয়পত্র প্রদর্শন করে শিক্ষার্থীরা ৫০ শতাংশে ছাড়ে নির্দিষ্ট শ্রেণির টিকেট কিনতে পারবেন।
২০২১ সালের অক্টোবরে প্রথম মঞ্চে আসে ‘মার্ক্স ইন সোহো’। নাটকটিতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা।
তিন বছর পর নাটকটি ফের মঞ্চে আসছে জানিয়ে হুমায়ুন আজম রেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বছরের ৬ থেকে ৯ অক্টোবর টানা পাঁচটি প্রদর্শনী হয়েছিল। পরে আর প্রদর্শনী হয়নি।”
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এ নাটকটি ‘অনেক বেশি প্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেন রেওয়াজ।
আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জাভেদ হুসেন। মঞ্চে নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ।
বাংলা ভাষায় নাটকটি মঞ্চায়নের জন্য ‘হাওয়ার্ড জিন রিভোকেবল ট্রাস্ট’ বটতলা ও যাত্রিককে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নাটকের সংগীত, আলো, সেট ও দৃশ্য পরিকল্পনা করেছেন নায়লা আজাদ। কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা।
সংগীত প্রয়োগে আছেন ইভা আফরোজ খান। পোশাক পরিকল্পনায় আছেন তাহমিনা সুলতানা মৌ। আলোক প্রক্ষেপণে আছেন মীর মোহাম্মদ বাদল। দৃশ্য সম্পাদনায় মারুফ রায়হান ও মাহবুব মাসুম।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]