
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আবার শুরু হয়েছে নাটকের নিয়মিত মঞ্চস্থ প্রদর্শনী।
রবিবার সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চস্থ করা হয় নাট্যদল এথিক’র দশম প্রযোজনায় নাটক ‘রাজদ্রোহী’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান।
নাটকের কাহিনিতে দেখা যায়, ‘রাজদ্রোহী’ নাটকের কাহিনিতে রয়েছেন একজন লেখক। যেখানে সত্য নয়, মিথ্যাই এই লেখকের লেখালেখির মূল সুর। অবলীলায় মিথ্যা বলেন। মিথ্যা লেখেন। তার উপন্যাসের সব চরিত্রই নেতিবাচক। ভালো কিছু তাদের চোখে পড়ে না। ভালোর মধ্যে সব সময় কালো খোঁজেন এই লেখক। খুন, রাহাজানি, অন্যায়-অনাচারের পক্ষে প্রকাশ্যে কথা বলেন। তার উপন্যাসের চরিত্রগুলো একদিন তারই বিরুদ্ধে ক্ষেপে ওঠে। মিথ্যার শক্তি দুর্বল হয়ে যায়। কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ান লেখক। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।
নাটকটিতে অভিনয় করেছেন রেজানুর রহমান, মনি কানচন, সুকর্ন হাসান, দীপান্বিতা রায়, মাহফুজা আফনান অপ্সরা প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেন, আলি আহমেদ মুকুল, আলোক পরিকল্পক আবু সুফিয়ান বিপ্লব।
‘রাজদ্রোহী’ নাটকের রচয়িতা ও নির্দেশনা রেজানুর রহমানের ভাবনায় মঞ্চনাটক আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তার মতে, বেশ আস্থা ও বিশ্বাসের সাথেই মঞ্চনাটক তার গৌরবের আসন সমুন্নত রেখেছে। বিশেষ করে ঢাকায় মঞ্চ নাটক বেশ সরব। আমাদের সমাজে কী মিথ্যারই দৌরাত্ম্য স্পষ্ট নয়! যে যত বড় মিথ্যুক, সে তত বেশি প্রভাবশালী। আমরা এই সত্যকেই প্রতিষ্ঠিত করতে চাই। নাটক দেখে সচেতন মানুষ প্রতিবাদ করুক। সবাই মিলে বলুক মিথ্যা সত্য নয়, মিথ্যার কোনো শক্তি নেই।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]