কণ্ঠশীলনের ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ গঠন
২০২৪-২৬ মেয়াদে কণ্ঠশীলনের সভাপতি আহমাদুল হাসান হাসনু ও সাধারণ সম্পাদক লিটন বারুরী
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০
কণ্ঠশীলনের ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ গঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কণ্ঠশীলন কার্যালয়ে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারায়ার। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যরা।


সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক সোহেল রানা, আর্থিক প্রতিবদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম।


প্রতিবদন দুটির বিষয় আলাচনায় অংশ নন কণ্ঠশীলন সদস্যরা। সবার আলাচনার মধ্য দিয় সর্বসম্মতিক্রম গহীত হয় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবদন।


এরপর নির্বাচন আধিকারিক বিলকিস আহমদ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।


২১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবৃত্তিশিল্পী লিটন বারুরী।


কণ্ঠশীলনের ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ : সভাপতি: আহমাদুল হাসান হাসনু, সাধারণ সম্পাদক: লিটন বারুরী, সহ-সভাপতি: মো. আব্দুর রাজ্জাক ও ড. জাহিদ হোসেন শোয়েব, সংগঠন সম্পাদক: সালাম খোকন; সহ-সংগঠন সম্পাদক: নিবিড় রহমান, শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: অনন্যা গোস্বামী; সহ-শিক্ষা অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: মিনহাজুল বশির শোভন, কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক: আল মামুন সিদ্দিক,


সদস্য: রইস উল ইসলাম, মোস্তফা কামাল, অপরেশ চন্দ্র সাহা, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, শফিক সিদ্দিকী, শফিকুল ইসলাম শফি, নুরুজ্জামান নান্নু, জেএম মারুফ সিদ্দিকী, আফরিন খান ওমারিয়াকিবতিয়া।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com