জয়নুল আবেদিনের ‘শিরোনামহীন’ রেকর্ড দামে বিক্রি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৪
জয়নুল আবেদিনের ‘শিরোনামহীন’ রেকর্ড দামে বিক্রি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম(শিরোনামহীন) যুক্তরাজ্যে নিলামে ৬ লাখ ৯২ হাজার ৪৮ ডলার রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ৮ কোটি ২৫ লাখ টাকার সমান। কোনো বাংলাদেশি শিল্পীর চিত্রকর্মের দামের দিক থেকে এটি একটি রেকর্ড।


২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম সংস্থা সদেবি'স চিত্রকর্মটি নিলামে তোলে।


সেখানে ‘আধুনিক ও সমসাময়িক দক্ষিণ এশিয়ার আর্ট’ শিরোনামের ওই নিলামে ১৯৭০ সালে আঁকা ‘শিরোনামহীন’ চিত্রকর্মটি বিক্রি হয়েছে।


তিনশ বছরের পুরোনো নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স বলছে, এ চিত্রকর্মটি শিল্পী এঁকেছেন কাগজের ওপর। কালো কালির রেখা ও ওয়াশে করা এই ছবিতে একজন মৃত মা ও শিশুর অবয়ব ফুটিয়ে তুলেছেন এই শিল্পী।


‘শিরোনামহীন’ জয়নুলের ‘মনপুরা ৭০’ সিরিজের একটি চিত্রকর্ম। এই ছবিটি শিল্পাচার্য এঁকেছিলেন চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর। ওই ঝড়ে প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ।


সদবি’স তাদের ওয়েবসাইটে বলেছে, চিত্রকর্মটি চেদোমিল প্লাজেক নামে একজন যুগোস্লাভিয়ানকে উপহার দিয়েছিলেন শিল্পাচার্য।


প্লাজেক ঢাকায় জাতিসংঘের ভূগর্ভস্থ পানি সম্পদ উন্নয়ন প্রকল্পে কাজ করতেন। আর ওই সময়ে জয়নুল আবেদিনের সঙ্গে প্লাজেকের সুসম্পর্ক গড়ে উঠেছিল। তাই প্লাজেককে এই শিল্পকর্মটি উপহার দেন জয়নুল।


তবে সদবি’স ক্রোয়েশিয়ার একটি ব্যক্তিগত সংগ্রহশালা থেকে ‘শিরোনামহীন’ সংগ্রহ করেছে।


এর আগে গত মার্চে নিউ ইয়র্কে জয়নুল আবেদিনের আরও দুটি চিত্রকর্ম নিলামে তুলেছিল সদবি’স।


সেগুলোর একটি ছিল শিল্পীর বিখ্যাত চিত্রকর্ম ‘সাঁওতাল দম্পতি’। ১৯৫১ সালে আঁকা ওই চিত্রকর্ম ৩ লাখ ৮১ হাজার ডলারে বিক্রি হয়েছিল ওই সময়।


এছাড়া জয়নুলের আঁকা বসে থাকা নারীর আরেকটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ২ লাখ ৭৯ হাজার ৪০০ ডলারে। সেটি জয়নুল এঁকেছিলেন ১৯৬৩ সালের দিকে।


উল্লেখ্য, শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ। শিল্পকলায় অবদানের জন্য তার জীবদ্দশায় তিনি পেয়েছেন শিল্পাচার্য খেতাব। চিত্রশিল্পও যে কোনো প্রতিবাদের প্রতিচ্ছবি বা প্রতিরোধের হাতিয়ার অথবা অধিকার-সাম্য-স্বাধীনতার ভাষা হতে পারে, তা শিল্পাচার্য জয়নুল আবেদিন দেখিয়েছেন।


১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহে জন্ম নেওয়া শিল্পাচার্য ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ১৯৭৬ সালের ২৮ মে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com