ছায়ানটে আজ থেকে নজরুল উৎসব শুরু
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:০৩
ছায়ানটে আজ থেকে নজরুল উৎসব শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে তিন দিনব্যাপী নজরুল উৎসব। শুক্র, শনি ও রোববার (২৪,২৫ ও ২৬ মে) ছায়ানট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।


তিন দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন।


উৎসবের প্রথম দিন শুক্রবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, দ্বিতীয় ও তৃতীয় দিন, শনি ও রোববার অনুষ্ঠান থাকছে সন্ধ্যা ৭টায়।


তৃতীয় দিনের অনুষ্ঠানে ৫০টি নজরুল সংগীতের ভাব, সুর ও তথ্য নিয়ে ছায়ানট প্রকাশিত ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি।


এ ছাড়াও নজরুল জয়ন্তী ঘিরে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান নানামুখী আয়োজন করেছে। বেঙ্গল ফাউন্ডেশনও আয়োজন করছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের।


সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নানা সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন করবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com