
তরুণ আলোকচিত্রশিল্পী মম মোস্তফার একক আলোকচিত্র প্রদর্শনী ‘মেলোডি অব মম’ শুক্রবার (২৪ মে) থেকে শিল্পকলায় শুরু হতে যাচ্ছে। প্রদর্শনীটি চলবে রবিবার (২৬ মে) পর্যন্ত।
‘মেলোডি অব মম’ শিরোনামের মম মোস্তফার এই প্রদর্শনীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম এমপি এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। এতে অতিথি হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ বিভিন্ন ব্যক্তিরা।
উল্লেখ্য, মম মোস্তফা দেশের একজন পেশাদার তরুণ আলোকচিত্রশিল্পী। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বহু আলোকচিত্র। অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার। এবার তার আলোচিত ও বাছাইকৃত ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী।
মম মোস্তফা এ প্রদর্শনী সম্পর্কে জানান, ‘১৫ বছর ধরে দেশে ও দেশের বাইরে প্রচুর ছবি তুলেছি। বিভিন্ন প্রদর্শনীতে অনেক ছবি প্রদর্শিত হয়েছে। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে নানা অনুভূতি, নানা গল্প। সেইসব গল্পেরই বাছাকৃত সংকলন বলা চলে এ প্রদর্শনীকে। শিল্প অনুরাগী, ফটোগ্রাফীর শিক্ষার্থী এবংএ পেশায় আসা নবীনদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা হতে পারেপ্রদর্শনীটি।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]