পুঁথিপাঠ, লালনগীতি, নৃত্য ও ঢাকের তালে শিল্পকলায় বাংলা বর্ষবরণ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ২০:৩১
পুঁথিপাঠ, লালনগীতি, নৃত্য ও ঢাকের তালে শিল্পকলায় বাংলা বর্ষবরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিল্পকলা একাডেমিতে পুঁথিপাঠ, লালনগীতি, নৃত্য ও ঢাকের তালে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।


বাঙালির প্রাণের বৈশাখ বরণে রবিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় লোকসাংস্কৃতিক পরিবেশনা।


জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বর্ষবরণের আলোচনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।


আলোচনায় বক্তারা বলেন, বাঙালির চেতনাবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এর নানামুখী আচার অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে হবে। বাঙালির অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ নানা রঙে, নানা রূপে কল্যাণ হয়ে ফিরে আসুক সকলের মাঝে।


সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শুরুতেই পরিবেশিত হয় সমবেত সঙ্গীত ‘তুমি নির্মল করো, মঙ্গল করো’, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল।


এরপর সমবেত নৃত্য ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশন করে স্পন্দন নৃত্যদল।


একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদের পরিচালনায় সমবেত ঢাক নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ পরিবেশনা কালচারাল হেরিটেজ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’।


সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল পরিবেশন করে সমবেত সঙ্গীত ‘এসো হে বৈশাখ এসো, এসো’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com