
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা। মেলা এখন শেষ প্রান্তে।
পূর্বঘোষণা অনুযায়ী আর চার দিন পর শেষ হবে প্রাণের এই বইমেলা। এরই মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। তবে শেষ সময়ে মেলায় লোকসমাগম বাড়ছে। একই সঙ্গে বইয়ের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন বইয়ের দোকানিরা।
মেলার নির্ধারিত সময় ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অধিবর্ষ হওয়ায় এবার এক দিন বেশি সময় পাচ্ছে মেলা। কিন্তু তার পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ)।
তাই সেই দুই দিনের জন্য মেলার সময় বাড়াতে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির কাছে দাবি জানিয়েছেন প্রকাশকেরা।
আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, মূলত সাপ্তাহিক ছুটির দিন বিবেচনায় শুধু ওই দুই দিন সময় বাড়ানোর জন্য দাবি জানানো হয়েছে। এতে ঐতিহাসিক মার্চ মাসটিও অমর একুশে বইমেলার সঙ্গে যুক্ত হতে পারবে। তবে এ বিষয়ে তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত পাননি।
জানতে চাইলে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, সময় বাড়ানোর দাবি করা হলেও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]