বইমেলায় 'আমার বর্ণমালা' সিরিজের ৪টি বই
বইটি পাওয়া যা‌বে লিটলম‌্যাগ চত্বরে ‘‌দোলন’ এর ৪০ নাম্বার স্ট‌লে
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৪
বইমেলায় 'আমার বর্ণমালা' সিরিজের ৪টি বই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একু‌শে বইমেলায় প্রকাশ হ‌য়ে‌ছে মাসুম আওয়া‌লের ‘আমার বর্ণমালা’ সি‌রিজ। চার‌টি বইয়ের এই সি‌রি‌জের বইগু‌লোর নাম ‘আমার বর্ণমালা’, ‘বর্ণমালার পা‌খি’, ‘বর্ণমালার ফুল’ ও ‘বর্ণমালার ফল’।


চার বই‌য়েরই প্রচ্ছদ ক‌রে‌ছেন মামুন হোসাইন। দুইটি বই‌য়ের অলংকরণ ক‌রে‌ছেন আশফাকুল আশেকীন। ‘বর্ণমালার ফুল’-এর ছ‌বি এঁ‌কে‌ছেন তাস‌কিনা তাবাসসুম ও ‘বর্ণমালার ফল’-এর ছবি এঁ‌কে‌ছেন তাফ‌হিম তা‌নিসা।


মাসুম আওয়াল জানান, এখা‌নে প্রতি‌টি বই‌য়ের ছড়া পড়‌তে পড়‌তে স‌ঠিক উচ্চার‌ণে বর্ণমালা শিখ‌বে শিশুরা। ‘আমার বর্ণমালা’ বইটিতে বর্ণমালা শিখ‌তে শিখ‌তে প্রিয় বাংলা‌দেশ‌, ভাষা আন্দোলন, মু‌ক্তিযুদ্ধ, বাংলাদে‌শের প্রকৃ‌তি, জাতীয় ফুল, ফল, পশু ও পা‌খি সম্প‌র্কে জান‌বে। যেমন- ‘অ‌ তে জা‌নি অমর একুশ/ অমর মাতৃভাষা,/ আ‌ তে আমার আকাশ ভরা/ মা‌য়ের ভা‌লোবাসা।’


‘বর্ণমালার পা‌খি’ বই‌টি পড়‌তে পড়‌তে ৪০‌টির বেশি পা‌খির স‌ঙ্গে প‌রি‌চিত হ‌বে শিশুরা। যেমন- ‘হ্রস্ব ই তে ইমু পা‌খির/ উড়‌তে না‌কি মানা,/ দীর্ঘ ঈ তে ঈগল পা‌খির/ মস্ত বড় ডানা।’


‘বর্ণমালার ফুল’ বই‌টিতে ৫০‌টির বেশি ফু‌লের দেখা পাবে শিশুরা। যেমন- ‘গ তে গোলাপ গাঁদা’র মেলা/ ঘাস ফুল হ‌য় ঘ তে,/ ঙ সে‌দিন আঙুর ফু‌লের/ দেখা পে‌লো প‌থে।’


‘বর্ণমালার ফল’ বই‌টিতে আছে ৭০‌টির বেশি ফ‌লের প‌রি‌চিতি। যেমন- ‘ঝ তে ঝুমকা ফল‌কে সবাই/ প‌্যাশন ব‌লে ডা‌কে, আঞ্জির ফ‌লের মা‌ঝে ঞ/ মুখ লু‌কি‌য়ে থা‌কে।’


বইগুলোর প্রকাশক কামাল মুস্তাফা বলেন, “আশা করি বাংলা বর্ণমালার সিরিজটি শিশুদের পছন্দ হবে। কারণ গতানুগতিক বাংলা বর্ণমালার বইগুলো থেকে এটি একটু আলাদা। আবৃ‌ত্তির জন‌্যও দারুণ ছড়াগু‌লো। বইমেলার প্রথম দিন থেকে এতে বেশ সাড়া মিলছে।”


অমর একু‌শে বইমেলায় বইটি পাওয়া যা‌বে লিটলম‌্যাগ চত্বরে ‘‌দোলন’ এর ৪০ নাম্বার স্ট‌লে। চার র‌ঙে ছাপা ‘আমার বর্ণমালা’ সি‌রি‌জের মুদ্রিত মূল‌্য ৬০০ টাকা। মেলা উপল‌ক্ষ্যে ২৫% ছা‌ড়ে মূল‌্য ৪৫০ টাকা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com