
আজ বিশ্ব ভালোবাসা দিবস। গোটা বিশ্বের প্রেমিক-প্রেমিকারা সারাবছর ধরে এই সময়ের জন্যই অপেক্ষা করে থাকেন। একে অন্যের জন্য বিভিন্ন সারপ্রাইজ পরিকল্পনা করেন, উপহার বিনিময় করেন।
সবাই চায় দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে। তবে সঙ্গীকে কী উপকার দেবেন তাই নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। ভালোবাসা দিবসে সঙ্গীকে দিতে পারেন যেসব উপহার
১) ঘড়ি :
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আপনার সঙ্গীকে সুন্দর ঘড়ি দিতে পারেন। সেক্ষেত্রে সে কেমন ঘড়ি পছন্দ করে তা কোনোভাবে জানার চেষ্টা করুন এবং তার পছন্দমতো উপহার দিন। এতে আপনার সঙ্গী খুব খুশি হবে।
২) সুগন্ধি:
এক তোড়া গোলাপের সঙ্গে উপহার হিসেবে দেওয়া যেতে পারে নানা ধরনের সুগন্ধি। নারী-পুরুষের জন্য আলাদা আলাদা সুগন্ধি রয়েছে ওয়েস্টসাইডে। আপনার দেওয়া ভালবাসার রেশ দিনভর থাকবে প্রিয়জনের শরীরে। সুগন্ধির দাম শুরু ৬০০ টাকা থেকে।
৩) টোট ব্যাগ:
ফুল, সুগন্ধি, চকোলেট— সঙ্গী এই সব পছন্দ করেন না। তাই বলে ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে সঙ্গিনীকে কিছু দেবেন না, তা হয়? ওয়েস্টসাইড থেকে কিনতে পারেন কাপড় এবং চামড়া দিয়ে তৈরি টোট ব্যাগ। দাম ১০৯৯ টাকা।
৪) পোশাক:
মনের মানুষটিকে শাড়িতেই বেশি মানায়। কিন্তু ভ্যালেনটাইন্স ডে-র সন্ধ্যার জন্য তাঁকে উপহার দিতে পারেন সুতোর এমব্রয়ডারি কাজ করা কালচে লাল রঙের ড্রেস। দাম ২১৯৯ টাকা। পুরুষ সঙ্গীর জন্য কিনতে পারেন শার্ট। দাম শুরু ১৩০০ টাকা থেকে।
৫) প্রসাধনী:
উপহার হিসেবে লিপস্টিক মহিলাদের বেশ পছন্দের। কোনও উপলক্ষ ছাড়াই এই প্রসাধনীটি ব্যবহার করতে পারেন তাঁরা। হাতে সময় কম থাকলে বেশি কিছু না ভেবে ওয়েস্টসাইড থেকে গাঢ় লাল একটি লিপস্টিক কিনে নিতে পারেন। দাম শুরু ৭০০ টাকা থেকে।
৬) অন্দরসজ্জার সামগ্রী:
পোশাক, প্রসাধনী, সুগন্ধি অনেক আছে। তা হলে ভ্যালেনটাইন্স ডে-তে মনের মানুষটিকে উপহার দিতে পারেন ওয়েস্টসাইডের বার সেট। দাম শুরু ১৭০০ টাকা থেকে।
৭) জুতো:
মনের মানুষটি ফিটনেস ফ্রিক। রোজ জিম না করলে চলে না। ভ্যালেনটাইন্স ডে-তে উপহার দিন একজোড়া স্নিকার্স। দাম শুরু ১৭০০ টাকা থেকে।
৮) কফি মগ :
আপনার সঙ্গী যদি চা বা কফি খেতে পছন্দ করে তবে তাকে সুন্দর কফি মগ উপহার হিসেবে দিতে পারেন। কফি মগে আপনি ভালবাসার মেসেজ লিখে দিতে পারেন বা আপনাদের কোনো সুন্দর ছবি মগের গায়ে ছাপিয়ে নিতে পারেন।
৯) অ্যালবাম:
আপনাদের একসঙ্গে তোলা প্রত্যেকটা ছবি নিয়ে একটি অ্যালবাম তৈরি করুন। এক একটা ছবির নীচে সেই মূহূর্তের কথা ছোট করে লিখে দিতে পারেন বা ভালোবাসার মেসেজও লিখতে পারেন। এই উপহার পেয়ে আপনার সঙ্গী অবশ্যই খুশী হবে।
১০) স্টোরি বুক :
আপনার সঙ্গী যদি বইপ্রেমী হয়, তবে তাকে ভালো উপন্যাস বা গল্পের বই উপহার দিতে পারেন। সে যে ধরনের বই পড়তে পছন্দ করে সেই অনুযায়ী উপহার দিন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]