শিরোনাম
খুনের মামলায় ৩ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১৩:৫৬
খুনের মামলায় ৩ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুরান ঢাকার নবাবপুরে মোবাইল চুরির অভিযোগে রজব নামে এক তরুণকে কুপিয়ে হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরো সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (১ আগস্ট) দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ ও ঢাকার বিশেষ দায়রা আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।


যে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তারা হলেন- রহিম ওরফে আরিফ, জিকু ও আবু বক্কর সিদ্দিক ওরফে টাইগার। তাদের তিনজনই পলাতক।


অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পাওয়া সাতজন হলেন- মন্টি, মো. মিলন ওরফে চোপা মিলন, আকাশ ওরফে রাসেল, ফরহাদ হোসেন ওরফে ফরহাদ, সজিব আহমেদ খান, শহীন চাঁন খাদেম ও মোহাম্মদ আলী হাওলাদার বাবু।


এর মধ্যে মোহাম্মদ আলী হাওলাদার বাবু ছাড়া বাকি সবাই পলাতক। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন বিচারক।
আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামি রাজ কুমার, রুবেল ও শুককুর আলী মিয়াকে খালাস দেয়া হয়েছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com