শিরোনাম
স্ত্রীর ডেঙ্গু হওয়ায় ডিএসসিসিকে ক্ষতিপূরণের নোটিশ
প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১৬:২১
স্ত্রীর ডেঙ্গু হওয়ায় ডিএসসিসিকে ক্ষতিপূরণের নোটিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।


বৃহস্পতিবার (১১ জুলাই) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।


গত ২৯ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই আইনজীবীর স্ত্রী। ৫ দিন হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হন তিনি।


নোটিশে বলা হয়, যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ তাই এর দায়ভার তাদের নিতে হবে। ক্ষতিপূরণের পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে খিলগাঁও ১নং ওয়ার্ড-এ মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় টর্ট আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হওয়াসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com