শিরোনাম
আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১৪:১২
আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ আপিলে বহাল রয়েছে।


হাইকোর্টেরে আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের আবেদন মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ খারিজ করে এ আদেশ দেন।।


আদালতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা। অন্যদিকে রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল নিজে শুনানিতে অংশ নেন।


এর আগে গত ২০ মার্চ আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে সুপ্রভাত পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসাথে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।


এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এরপর সে আদেশ স্থগিত চেয়ে আপিল করা হয়েছিলো, যার শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখছেন আপিল বিভাগ।


আবরারের দুর্ঘটনার বিষয়টি গত ২০ মার্চ আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত তাকে আবেদন আকারে কোর্টে আসার নির্দেশনা দিলে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।


সে রিটের শুনানি নিয়ে ক্ষতিপূরণ প্রদানের অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করা হয়। রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চান আদালত।


১৯ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকার সামনে নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় আবরার নিহত হন। এর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই ঘটনায় আবরারের বাবা গুলশান থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com