শিরোনাম
ফিটনেসবিহীন গাড়ি: ব্যাখ্যা দিতে বিআরটিএ’র পরিচালককে তলব
প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১৫:৫৪
ফিটনেসবিহীন গাড়ি: ব্যাখ্যা দিতে বিআরটিএ’র পরিচালককে তলব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছে হাইকোর্ট।


আগামী ৩০ এপ্রিল তাকে স্বশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।


রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল সংক্রান্ত একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মামুন মাহবুব। বিষয়টি আমলে নিয়ে আদালত আজ এ আদেশ দেয়।


এছাড়াও আদালত ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণ বিষয়ে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুলও জারি করেছে।


আদালত সূত্র জানায়, রাস্তায় প্রতিনয়ত দুর্ঘটনা ঘটছে। অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি চলছে, আবার বিআরটিএ থেকে গত ১০ বছর ধরে ফিটনেসের সার্টিফিকেট দেয়া হচ্ছে না। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে।


ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়ে বলেন, বিআরটিএ’র রোড সেফটি পরিচালককে হাইকোর্ট স্বশরীরে হাজির হয়ে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ বিষয়ে ব্যাখ্যা করতে হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com