শিরোনাম
২২টি হাউজিং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থিতাবস্থা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:১৪
২২টি হাউজিং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থিতাবস্থা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজিপুরের কালিগঞ্জের ২২টি হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাল, নদী, পুকুর ও জলাশয় ভরাট করার অভিযোগে তাদের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।


রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ও পিস ফর বাংলাদেশ-এর রিটের উপর শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।


সংস্থার আইনজীবী মোনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, আদালত আগামী দুই মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন সম্পর্কে গাজিপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দিতে বলেছেন।


হাউজিং কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পূর্বাঞ্চল ল্যান্ডস লি, এজি প্রোপাটিজ লি, নাভানা রিয়েল স্টেট, বিশ্বাস বিল্ডার্স লি, নিলাচল হাউজিং লি, বাগান বিলাস, রুপায়ন ল্যান্ডস লি, আদর্শ আইডিয়াল লি, তেপান্তর হাউজিং লি., মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং, মনজিল হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট লি, শিকদার রয়েল সিটি, কপোতাক্ষ গ্রীণ সিটি, ডিভাইন হোল্ডিং লি, শতাব্দি হাইজিং, স্বর্ণ ছায়া রিয়েল স্টেট, ভিশন ২১ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ওশন হেভেন লি, এসএফএল চন্দ্রিমা লি, গ্রাম্প ইন্টারন্যাশনাল, নর্থ-সাউথ হাউজিং এবং ফেয়ার ডেল শিপিং লিমিটেড।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com