শিরোনাম
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১১:৩৪
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। দীর্ঘদিন চার সদস্য নিয়ে বিচার কার্যক্রম চালিয়ে আসার পর নতুন এই তিনজনকে নিয়োগ দেয়া হয়।


হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করা বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামান এখন থেকে আপিল বিভাগে দায়িত্ব পালন করবেন।


সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার সকালে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।


এর আগে সোমবার রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের ওই তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরে আপিল বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।


আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতি কর্মরত আছেন। তারা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। নতুন নিয়োগের ফলে আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা সাতজনে উন্নীত হলো।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com