শিরোনাম
‘ঢাকায় ৩ বছরের বেশি সময় থাকা শিক্ষকদের বদলি করে দিন’
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৩:০৩
‘ঢাকায় ৩ বছরের বেশি সময় থাকা শিক্ষকদের বদলি করে দিন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিন।


কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের দিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি এ কথা বলেন।


একইসঙ্গে কোচিং বাণিজ্য নিয়ে হাইকোর্টের জারি করা রুল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।


এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অন্যদিকে কোচিং সেন্টারের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।


শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্য করছেন।


সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের দিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি তখন এ বিষয়ে বলেন, কেন? তিন বছর পরপর তো বদলি করার কথা! তাহলে তো কোচিং বাণিজ্যের জন্য মন্ত্রণালয়-অধিদফতরও দায়ী।


এরপর তিনি বলেন, ঢাকার সরকারি বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com