
ব্যারিস্টার তুরিন আফরোজ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এ সময় নতুন করে আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আদালত তা মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর থানায় মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ধানমন্ডি থানার মামলায় খাদিজা আক্তার ঊর্মিকে এ গ্রেফতার দেখানো হয়।
এদিন জুলাই-আগস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ শাহ আলম মুরাদকেও গ্রেফতার দেখিয়েছেন আদালত।
এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]