
জুলাই-আগস্টে গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ দাখিলে দিন ধার্য ছিল।
এর আগে গত ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন এসি তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিশন দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
একই সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম দুটি আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন এসি তানজিল ও ওসি আবুল হাসানের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]