
ছাত্র-জনতার আন্দোলনে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে গ্রেফতার দেখান।
এর আগে, আসামি মামুনকে আদালতে আদালতে উপস্থিত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া। আদালত তার আবেদনের মঞ্জুর করেন।
ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হোন সাব্বির। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]