শিরোনাম
হাইকোর্টে জামিন নিতে এসে কারাগারে ৫ আসামি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ১৭:৫৮
হাইকোর্টে জামিন নিতে এসে কারাগারে ৫ আসামি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থপাচার ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের শর্ত ভঙ্গ করে আবারো জামিন নিতে আসায় পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আসামিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোফাজ্জল হোসেন মোল্লা, রাহাত হোসেন, আলাউদ্দিন মোল্লা, রমজান আলী ও পটুয়াখালীর মো. সুমন। আদালতের আদেশের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, ভাঙ্গা উপজেলার মোফাজ্জল হোসেন মোল্লা, রাহাত হোসেন, আলাউদ্দিন মোল্লা, রমজান আলী ও পটুয়াখালীর মো. সুমনের বিরুদ্ধে মানিলন্ডারিং ও ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর রমনা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় গত বছরের ২৪ সেপ্টেম্বরের হাইকোর্টের একটি বেঞ্চ আসামিদের চার সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে এক প্রায় এক বছর পর আবারো হাইকোর্টে জামিন নিতে আসেন। বিষয়টি নজরে আসলে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com