শিরোনাম
দুদকের নামে চাঁদাবাজি, ২ জন রিমান্ডে
প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৮:০৮
দুদকের নামে চাঁদাবাজি, ২ জন রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনারের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার মো. মোছাব্বির হোসেনসহ দুই জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি হলেন মো. নজরুল ইসলাম নাইম।


শুক্রবার (১৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া এ রিমান্ডের আদেশ দেন।


গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখা ঢাকা থেকে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।


জানা গেছে, তারা দুদকের মনোগ্রাম সংবলিত প্যাড ও একজন দুদক কমিশনারের নাম, স্বাক্ষর ও পদবি ব্যবহার করে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিসহ অন্যান্য প্রতিষ্ঠানে দুদকের ম্যাগাজিন প্রকাশের নামে বিজ্ঞাপন চেয়ে অর্থ দাবি করে। পরে দুদক বিষয়টি অবহিত হয়ে পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর তত্ত্বাবধানে একটি টিম গঠন করে। এরপর দুদক তাদের গ্রেফতার করে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com