শিরোনাম
ভাষাসৈনিকদের রাষ্ট্রীয় সম্মানী দেয়ার নির্দেশনা চেয়ে রিট
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০
ভাষাসৈনিকদের রাষ্ট্রীয় সম্মানী দেয়ার নির্দেশনা চেয়ে রিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী, ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট করেন।


ভাষার মাসের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে সম্পূর্ণ বাংলায় রিট আবেদনটি করা হয় বলে জানান তিনি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।


আইনজীবী ইশরাত হাসান বলেন, হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।


রিট আবেদনে বলা হয়েছে, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com