শিরোনাম
সম্রাটের মাদক মামলা আমলে নিয়েছেন আদালত
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪১
সম্রাটের মাদক মামলা আমলে নিয়েছেন আদালত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত।


রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান চার্জশিট আমলে নিয়ে মামলাটি বদলির নির্দেশ দেয়। নিয়মানুযায়ী মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে।


এর আগে ৯ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১ এর উপ-পরিদর্শক আবদুল হালিম।


ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেফতার করে র‍্যাব। তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এর পর সম্রাটের কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।


অন্যদিকে, আরমানকে মদ্যপ অবস্থায় এবং তার পকেটে ১৪০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। পরে মাদক সেবনের দায়ে আদালত আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন।


র‍্যাব-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের নামে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন।


বিবার্তা/শহদিুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com