
বিসিএসের পাশাপাশি চাকরিপ্রত্যাশী তরুণদের কাছে আকর্ষণীয় চাকরি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। এই পদের চূড়ান্ত ফলাফল মঙ্গলবার, ২৩ মে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সহকারী পরিচালক (জেনারেল) পদে নির্বাচিত হলেন ২২৫ জন।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের উদ্দেশ্যে মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২২৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো। নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্–পরিচয়–সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দালিলিক যাচাই সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বিবার্তা/রাসেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]