
টোলের টাকা চাওয়ায় টোল কাউন্টারে ঢুকে টোলকর্মীকে ৪ সেকেন্ডে সাতবার চড় মেরেছেন এক নারী। পিপে ধরেছে যুবকের গলাও। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ নেটিজেনরা। তারা বলছেন, নারী বলে কি সব মাপ? যা খুশি করা যায়?
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাপুরের একটি টোল প্লাজায়। ঘটনার সময় টোল সংগ্রহ করছিলেন ওই যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হঠাৎই কাউন্টারে ঢুকে পড়েন ওই নারী। কিছু বলার আগেই যুবকের গলা চেপে ধরেন। ঠেসে দেন জানালার দিকে। যুবক নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই ঠাস ঠাস করে একের পর থাপ্পড় মারতে থাকেন ওই নারী। তখন ছুটে আসেন আরেক টোলকর্মী। তিনি এসে ক্ষমা চাওয়ার পর নারীর হাত থেকে ছাড়া পান আক্রান্ত যুবক।
কিন্তু কেমন এমন ঘটনা ঘটালেন ওই নারী? জানা গেছে, তার টোল পরিশোধের জন্য ব্যবহৃত ফাসট্যাগের ব্যালান্স শেষ হয়ে গিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, টোলকর্মী টোলের টাকা চাইতেই ক্ষেপে যান ওই নারী। এরপরই গাড়ি থেকে নেমে টোল কাউন্টারে ঢুকে পড়েন। যুবককে মারতে শুরু করেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
এ ঘটনা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ৪ সেকেন্ডে সাতটা চড়, নারী বলেই কি ছাড় পেয়ে যাবেন? নারী হলে যা কিছু করা যায়?
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]