টেইলর সুইফটের গানে নাচলেন ট্রুডো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:২২
টেইলর সুইফটের গানে নাচলেন ট্রুডো
টেইলর সুইফট ও জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহিত
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গায়িকা টেইলর সুইফটের এরাস ট্যুরে উপস্থিত থেকে নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।


শুক্রবার (২২ নভেম্বর) রাতের এই গায়িকার কনসার্টটি ছিল নানাভাবে তাৎপর্যময়। কারণ গায়িকার এরাস ট্যুরের শেষ ধাপের কনসার্টের একটি এটি। আর এ দিনই হাজির হয়েছিলেন জাস্টিন ট্রুডো। কনসার্টে টেইলর সুইফটের গানে নেচেছেন তিনি।


আমেরিকার গণমাধ্যম টিএমজেডের সূত্র থেকে জানা যায়, সামজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইছেন টেইলর সুইফট। আর দর্শক সারিতে দাঁড়িয়ে তার গানের ছন্দে নাচছেন জাস্টিন ট্রুডো। কনসার্টের উন্মাদনা পেয়েছিল তাকেও। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে, এই পপ তারকার গানে মুগ্ধ হয়েছিলেন তিনি।


উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে শুরু হয়েছিল টেইলর সুইফটের এরাস ট্যুর। ৫টি মহাদেশজুড়ে ১৪৯টি শো দিয়ে সাজানো হয়েছে তার এই গানের ট্যুরটি। এবার এই কনসার্ট ট্যুর প্রায় শেষের পথে। বাকি রয়েছে মাত্র ৪টি শো। শেষ কনসার্টটি আগামী ৪ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com