
সদ্য শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন ও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। তবে তার সমর্থিত প্রার্থী হেরে যাওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে পরিবার নিয়ে এই অভিনেত্রী যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
৪৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে স্বামী জোসে বাস্টন এবং তাদের ছেলে ৬ বছর বয়সী সান্তিয়াগোর সাথে মেক্সিকো এবং স্পেনে বসবাস করছেন।
হলিউডের এক প্রতিবেদনে ইভা জানিয়েছেন, আমি আমার পুরো জীবনের সিংহভাগ এখানে কাটিয়েছি। কিন্তু কোভিড-১৯ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিবেশ, ক্যালিফোর্নিয়ার গৃহহীনতা সমস্যা, উচ্চ কর এবং ডোনাল্ড ট্রাম্পের পুননির্বাচনের বিষয়টি এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। মনে হয়, জীবনের এই অধ্যায়টি এখন শেষ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ছাড়ার পেছনে নির্বাচনকেও কারণ হিসেবে জানিয়েছেন ইভা। বলেন, ‘চমকানোর বিষয়টা এই নয় যে তিনি (ট্রাম্প) জিতেছেন, তিনি একজন দণ্ডিত অপরাধী। যিনি এত ঘৃণা ছড়াচ্ছেন সেই তিনিই কিনা সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। যদি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে এটি একটি ভীতিকর জায়গা হতে চলেছে।’
যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে যেতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ইভা। বলেন, ‘আমি পালিয়ে কোথাও যেতে পারি। কিন্তু অধিকাংশ আমেরিকানরা এত ভাগ্যবান নয়। তারা এই ডিস্টোপিয়ান দেশে আটকে যাবে। আমার উদ্বেগ এবং দুঃখ তাদের জন্য।’
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]