
জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের ডাস সুজামেনট্রেফেন অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর, শনিবার একটি মিলনায়তনে চিকিৎসকদের সংগঠন ‘এ্যার্জটে আউস বাংলাদেশ’ এর আয়োজনে বর্ণাঢ্য এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশের গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর মজাদার দেশীয় খাবারের আয়োজন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আয়োজকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. জুবাইদা লায়লা, ডা. সুমাইয়া মোস্তাফা, ডা. শামিনা নাসরিন এবং ডা. শরিফা শারমিনসহ আরও অনেকে। এসময় দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে জার্মানির নানা প্রদেশ থেকে সংগঠনের সদস্য ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]