শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে অনুড়া
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে অনুড়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির প্রার্থী বামপন্থি রাজনীতিবিদ অনুড়া কুমারা দিসানায়েকে।


রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির প্রার্থী দিসানায়েকে। বিজয়ী হতে একজন প্রার্থীকে মোট ভোটের ৫১ শতাংশ প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন। আর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাতিজা নমল রাজাপাকসে পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট।


শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও রোববার সকালে কারফিউ জারি করে কর্তৃপক্ষ, যা স্থানীয় সময় দুপুর পর্যন্ত বাড়ানো হয়।


কমিশনের হিসাব অনুযায়ী, ১ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ গতকালের নির্বাচনে ভোট দিয়েছেন। এর আগে ২০১৯ সালের নির্বাচনে রেকর্ড ৮৩ দশমিক ৭২ শতাংশ ভোট পড়েছিল। ২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর, প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।


দিসানায়েকে ভোটারদের কাছে দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি চরম অর্থনৈতিক সংকটের পর থেকে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দাবি জানানো ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে দিসানায়েকেকে অভিনন্দন জানিয়েছেন তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসার সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী আলী সাব্রি বলেছেন, প্রাথমিক ফলাফল দিসানায়েকের জয় নিশ্চিত হয়েছে।


প্রেমাদাসার সমর্থক এমপি হর্ষ ডি সিলভা বলেছেন, তিনি দিসানায়েককে অভিনন্দন জানাতে ফোন করেছেন। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। কোনো প্রার্থীই সেই ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হবে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com