
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। কার্যালয়ের চারপাশে এখনও গুলি ও কাঁদানে গ্যাসের শব্দ অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনারা অভিযান চালিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
খবরে বলা হয়, প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরাইলি সৈন্যরা জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে রোববার ভোরে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির বন্ধের নির্দেশ হস্তান্তর করেছে। তবে কেন আল জাজিরার ওই কার্যালয়টি বন্ধ করা হচ্ছে এ বিষয়ে কোনো কারণ জানায়নি ইসরাইল।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেয়া হয় ওই বিবৃতিতে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]