কঙ্গনাকে চড় মারা সেই নারী কনস্টেবল গ্রেফতার
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১৯:০১
কঙ্গনাকে চড় মারা সেই নারী কনস্টেবল গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লোকসভায় বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাকে বরখাস্ত করেছে সিআইএসএফ।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক আন্দোলনে অংশ নেয়াদের অপমান করে দেয়া বক্তব্যের জেরে কুলবিন্দর কৌর নামে ওই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।


কুলবিন্দর বলেন, কৃষক আন্দোলন চলাকালীন সময় তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন- তিনি বলেন, ১০০ রুপির লোভে কৃষকরা বসে আছে। তিনি নিজে কি সেখানে যেয়ে বসবেন? তিনি যখন এই বিবৃতি দেন, তখন আমার মা সেখানে বসে বিক্ষোভ করছিলেন।


কৃষক পরিবারের সন্তান কুলবিন্দরকে সাময়িকভাবে বরখাস্ত করে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


কুলবিন্দর দাবি করেন, তিনি ‘কৃষকদের অসম্মান’ করার দায়ে কঙ্গনা রনৌতের প্রতি এই প্রতিক্রিয়া দেখিয়েছেন।


গতকাল বৃহস্পতিবার ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে মান্ডি আসনে বিজেপির সংসদ সদস্য নির্বাচিত কঙ্গনাকে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কষে চড় মারেন বলে অভিযোগ।


টাইমস অব ইন্ডিয়া জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। কঙ্গনা দিল্লির উদ্দেশে ফ্লাইটে উঠতে এয়ারপোর্টে এসেছিলেন।


দিল্লি পৌঁছে কঙ্গনা অভিযোগ করেন, পাঞ্জাবে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com