বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:৩৬
বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়েই বাজছে যুদ্ধের ধামামা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের সংঘাত। এছাড়া ইসরায়েল ও ইরানের উত্তেজনা বৈশ্বিক প্রেক্ষাপটে আনছে পরিবর্তন। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে সামরিক ব্যয় যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।


বৈশ্বিক সামরিক ব্যয় ২০২৩ সালে ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বে সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৪৪৩ বিলিয়ন ডলারে। এর আগে এত বেশি সামরিক ব্যয় কখনোই দেখেনি বিশ্ব। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।


২২ এপ্রিল, সোমবার গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।


সামরিক ব্যয়ে বিশ্ব কত ব্যয় করছে তা ১৯৪৯ সাল থেকে মনিটরিং করে আসছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। ২২ এপ্রিল ২০২৩ সালের সামরিক ব্যয়ের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


এসআইপিআরআই বলছে, টানা নয় বছর বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বের পাঁচটি ভৌগোলিক অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে।


তারা বলছে, ২০২২ সালে বৈশ্বিক জিডিপির ২ দশমিক ২ শতাংশ ব্যয় হয়েছিল সামরিক খাতে। ২০২৩ সালে তা বেড়ে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এর মানে দাঁড়ায় পৃথিবী নামক এই প্রতিটি মানুষ ২০২৩ সালে ৩০৬ মার্কিন ডলার ট্যাক্স দিয়েছিল সামরিক খাতে ব্যয়ে। যা স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বেশি।


স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ খরচ করে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ব্যয় ৯১৬ বিলিয়ন ডলার। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি।


সামরিক ব্যয়ে এরপরেই রয়েছে চীন। বিশ্বের মোট সামরিক ব্যয়ের মধ্যে ১২ শতাংশই চীনের। সামরিক খাতে তারা খরচ করেছে ২৯৬ বিলিয়ন ডলার।


১০৯ বিলিয়ন ডলার খরচ করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৪ দশমিক ৫ শতাংশ। ইউক্রেনে আগ্রাসন চালানো দেশটির সামরিক ব্যয় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে ২৪ শতাংশ।


আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটি ব্যয় করেছে ৮৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।


রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশ ইউক্রেন এক বছরে সামরিক ব্যয় ৫১ শতাংশ বৃদ্ধি করেছে। ২০২৩ সালে দেশটির মোট সরকারি ব্যয়ের ৫৮ শতাংশই ছিল সামরিক খাতে। ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করে দেশটি রয়েছে অষ্টম অবস্থানে।


ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে সামরিক জোট ন্যাটোর দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। ২০২২ সালের তুলনায় গত বছর ন্যাটো ব্যয় বাড়িয়েছে ১৬ শতাংশ। বছরটিতে জোটভুক্ত দেশগুলো ব্যয় করেছে ৫৮৮ বিলিয়ন ডলার। অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও ইউক্রেন বাড়িয়েছে সামরিক ব্যয়। ২০২২ সালের তুলনায় ৫২ শতাংশ ব্যয় বাড়িয়েছে যুদ্ধে বিধ্বস্ত দেশটি। ২০২৩ সালে ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছে তারা।


এসআইপিআরআই বলছে, মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বেড়েছে ৯ শতাংশ। গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যয় ২৪ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com