
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত ১৮ জনসহ ২ হাজার ৯৭ বন্দীকে মুক্তি দিয়েছেন মরক্কোর রাজা যষ্ঠ মোহাম্মদ।
৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজা ষষ্ঠ মোহাম্মদ ২ হাজার ৯৭ বন্দীকে মুক্তি দেয়ার আদেশ জারি করেছেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মামলায় অপরাধী সাব্যস্ত, এমন ১৮ জন অপরাধীকে ক্ষমা করা হয়েছে।
তারা জাতীয় নিরাপত্তা, পবিত্রতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আনুগত্য ঘোষণার পর রাজা তাদের মুক্তির আদেশ জারি করেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]