
সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের তিন অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে ভারত বেশিরভাগ অঞ্চল ও বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ পালন করা হবে।
পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে।
৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল এ ঘোষণা দেয়। খবর ডনের।
পাকিস্তানে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল।
এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হলেও মালয়েশিয়ায়ও এবার রোজা হয়েছে ২৯টি।
সোমবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের তথা ঈদের চাঁদ দেখার চেষ্টা করেও দেখা যায়নি। এ কারণে মঙ্গলবারও (৯ এপ্রিল) রোজা রাখেন দেশটির মুসলমানরা। যার ফলে ৩০টি রোজা পূর্ণ করেই বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন তারা।
৩০ রোজা পূর্ণ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, বাহরাইন ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও। সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করবে এই দেশগুলো।
এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ।
মুসলিম দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে এবং কতগুলো রোজা পালন করল সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হক।
এক নজরে দেখে নিন মুসলিম দেশগুলোতে কতটা রোজা হয়েছে এবং কবে ঈদ পালিত হচ্ছে-
ইন্দোনেশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
মালয়েশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
পাকিস্তান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি
আরব আমিরাত: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি
কাতার: ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি
সৌদি আরব: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি
ইয়েমেন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি
ওমান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
জর্দান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
ফিলিস্তিন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি
মিশর: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি
তিউনিসিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি
মরক্কো: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]