পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ জানাল জাতীয় চাঁদ দেখা কমিটি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ২০:৩০
পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ জানাল জাতীয় চাঁদ দেখা কমিটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রমজান মাসের শেষ এবং শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।


৮ এপ্রিল, সোমবার দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছে।


মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানে চাঁদ দেখা যাবে উল্লেখ করে রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।


রুয়েত-ই-হেলালের সদর দফতর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে।


খালিদ ইজাজ বলেন, আকাশ মেঘ না থাকলে, তহালে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে।


এদিকে রুয়েত-ই-হেলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল ইসলামাবাদে কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক শেষে কবে ঈদুল ফিতর হবে- সেই ঘোষণা আসবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com