জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে: জাতিসংঘ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১৫:৩৪
জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হামলার শিকার হয়েছে। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।


রাশিয়ার সামরিক বাহিনীর মতে, রবিবার (৭ এপ্রিল) পরপর তিনবার বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়।


বিদ্যুৎকেন্দ্রটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি জানায়, ২০২২ সালের নভেম্বরের পর থেকে এই প্রথম ইউরোপের এই সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হামলার শিকার হয়েছে এবং এর ফলে অঞ্চলটির পারমাণবিক সুরক্ষা ব্যহত হয়েছে।


ইউক্রেনে পূর্নাঙ্গ হামলা চালানোর কিছুদিনের মধ্যেই রাশিয়া বিদ্যুৎকেন্দ্রটি দখলে নিয়ে নেয়। রাশিয়া এবং ইউক্রেন উভয়েই বিদ্যুৎকেন্দ্রে হামলার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করে আসছে।


রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, রবিবার ড্রোনের সাহায্যে তিনবার বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। প্রথম হামলাটি হয় একটি ক্যান্টিনের কাছে এবং এতে তিনজন আহত হন। দ্বিতীয় হামলাটি হয় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে থাকা কার্গোতে এবং শেষ হামলাটি হয় ৬নং রিয়েক্টরের ওপরে। তবে এ ঘটনায় বিকীরণের পরিমাণে কোনো পরিবর্তন আসেনি।


এদিকে, ইউক্রেন এই হামলার সাথে জড়িত নয় এবং রাশিয়া নিজেই নিজের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন গোয়েন্দা কর্মকর্তা।


বিদ্যুৎকেন্দ্রটিতে ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ ছয়টি রিয়েক্টর এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির মজুদ রয়েছে।


অপরদিকে, বিদ্যুৎ কেন্দ্রে নতুন ড্রোন হামলা বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা।


রবিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে রাশিয়া ও ইউক্রেনকে এ ধরনের পারমাণবিক কেন্দ্রে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


তিনি বলেছেন, পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে.. এমন ধরনের কাজ থেকে উভয় পক্ষকে বিরত থাকার আহ্বান জানাই।


ইউক্রেনের জাপোরিঝিয়ায় রবিবার ড্রোন হামলা তিনজন নিহত হওয়ার পরপরই এমন সতর্কতা জানানো হলো।


এর আগেও, এ ধরনের হামলার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে (আইএইএ) ।


রাশিয়া বলেছে, হামলার পিছনে ইউক্রেন ছিল। ইউক্রেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম। ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পরপরই এর দখল নেয়।


জাপোরিঝিয়া প্ল্যান্টে ড্রোন হামলার শারীরিক প্রভাব নিশ্চিত করেছে আইএইএর বিশেষজ্ঞদের একটি দল।


রবিবারের এ হামলাকে বেপরোয়া ও পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলেছেন রাফায়েল গ্রোসি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com