ইউক্রেনের ৫৩ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ২১:২৪
ইউক্রেনের ৫৩ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়া। এই ড্রোনগুলোর বেশিরভাগই রাশিয়ার দক্ষিণের রোস্তভ অঞ্চলে হামলার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল।


কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ রোস্তভ অঞ্চলকে লক্ষ্য করে ছোঁড়া হয় ড্রোনগুলো, যেখানে মস্কোর ইউক্রেন যুদ্ধের সদর দফতর অবস্থিত।


৫ এপ্রিল, শুক্রবার এ হামলার বিষয়টি জানিয়েছে এএফপি।


রোস্তভ অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের সদর দপ্তরের অবস্থান।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ এপ্রিল ভোরে ও এর আগের রাত থেকে কিয়েভের শাসকগোষ্ঠী ড্রোনের মাধ্যমে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, যা নস্যাৎ করা হয়েছে। রোস্তভ অঞ্চলে ৪৪টি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করা হয়। বাকিগুলো অন্যান্য এলাকায় ধ্বংস হয়।


২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশদের ভাষায়, এই বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তর এ অঞ্চলের মূল শহর রোস্তভ-অন-ডনে অবস্থিত।


মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক, বেলগোরদ ও ক্রাসদোনার অঞ্চলও আক্রান্ত হয়।


ক্রেমলিন সমর্থিত ভাড়াটে সেনার দল ভাগনার গত জুনে বিদ্রোহ করে সাময়িকভাবে এ সদর দপ্তরটি দখল করে নিয়েছিল। পরবর্তীতে তাদের বিদ্রোহ দমন করা হয় এবং রহস্যজনকভাবে প্রাণ হারান দলটির নেতা ইয়েভগেনি প্রিগোঝিন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com