
গাজায় ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই শীর্ষ ইসরাইলি সেনাকে বরাখাস্ত করেছেন দেশটির সেনাবাহিনী। শুক্রবার ( ৫ এপ্রিল) ইসরাইলের চ্যানেল ১৪ এর বরাত দিয়ে সংবাদমাধ্যম টিআরটি জানায়, নাহাল ব্রিগেডের দুইজন কমান্ডারকে বরখাস্ত করেছেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হারজি হালেভি।
বুধবার ( ৩ এপ্রিল) হালেভি ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চান। বলেন, যে ঘটনাটি ভুলবশত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তীব্র নিন্দা জানিয়েছে।
ইসরাইলের ওই হামলায় অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনের নাগরিকদের পাশাপাশি একজন মার্কিন-কানাডিয়ান দ্বৈত নাগরিক নিহত হন।
এর আগে সোমবার (১ এপ্রিল) গাজার দেইর আল বালাহ এলাকায় ইসরাইল পরিকল্পিতভাবে একটার পর একটা গাড়ি টার্গেট করে হামলা চালিয়ে সাত ত্রাণকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করে দাতব্য সংস্থাটি।
গাজা যুদ্ধের ১৮২তম দিনে ইসরাইলের হামলায় ৩৩ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৭৫ হাজারের বেশি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]