
ভারতের হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে শহরটিতে ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভারতের জাতীয় ভূমিকম্প সেন্টার এ তথ্য জানিয়েছে।
এদিকে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে চাম্বা শহর থেকে ১০০ কিলোমিটার দূরের মানালি শহরেও কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, চণ্ডীগড় এবং পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশসহ উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]