আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, ৯ শিশু নিহত
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৬:৩৭
আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, ৯ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় ৯ শিশু নিহত হয়েছে। কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে দেশটিতে বিভিন্ন স্থানে এখনও ল্যান্ডমাইন রয়ে গেছে যা বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। সে রকম একটির বিস্ফোরণেই রবিবার (৩১ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ৩ শিশু আহত হয়েছে বলে জানা গেছে।


১ এপ্রিল, সোমবার একজন প্রাদেশিক কর্মকর্তার বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।


তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেন, স্থানীয় সময় রবিবার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে-মেয়ে খেলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়।


হামিদুল্লাহ নিসার বলেন,আফগানিস্তানে রুশ আগ্রাসনের সময় থেকেই মাটিতে থেকে গিয়েছিল একটি অবিস্ফোরিত মাইন। ছোট শিশুরা সেখানে খেলার সময় এটি বিস্ফোরিত হয়।


তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে ৯ শিশু নিহত হয়েছে।


গাজনির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ নারী এবং চার শিশু রয়েছে। এদের বয়স চার থেকে ১০ বছর।


১৯৭৯ সালের সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তী গৃহযুদ্ধে কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে আফগানিস্তানে প্রচুর অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন স্থানে রয়ে গেছে। এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ, বাদ পড়ছে না শিশুরাও।


২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান সরকার। এরপর থেকেই সেখানে সহিংসতার ঘটনা নাটকীয়ভাবেই কিছুটা কমতে শুরু করেছে।


তবে অবিস্ফোরিত বোমা এবং মাইনের কারণে এখনও অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রের প্রধান শিকার হচ্ছে শিশুরা। এদিকে রোববার হেরাত প্রদেশে অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে আরেক শিশু নিহত হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com