আরব আমিরাতে টানা ৯ দিন ঈদের ছুটি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১০:২৫
আরব আমিরাতে টানা ৯ দিন ঈদের ছুটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি থাকবে। তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদুল ফিতরে সরকার চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।


রবিবার (৩১ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দেশটির কেন্দ্রীয় সরকার দুই দিনের সাপ্তাহিক ছুটি ধরে ঈদে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করেছেন। এর মধ্যে ঈদের ছুটি রয়েছে ৭ দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন। এ বছর পবিত্র রমজান শেষে আরব আমিরাতের সরকারি চাকরিজীবীরা লম্বা সময় ঈদের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।


আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সবদেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হবে। সে হিসেবে ৮ এপ্রিল, ২৯ রমজান থেকে ছুটি শুরু হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় খুশির ঈদ।
এর আগে গত সপ্তাহে ঈদের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির নাগরিকরা সাপ্তাহিক দুদিনসহ মোট ৬ দিনের ছুটি কাটাতে পারবেন। আগামী ৮ এপ্রিল (সোমবার) থেকে এই ছুটি শুরু হবে।


ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি ৮ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ থাকায় দেশটির নাগরিকরা টানা ছয় দিনের ছুটি পাবেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com