আল শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান, যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৮:৩৮
আল শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান, যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালটি ট্যাংক দিয়ে ঘেরাও করেছে ইসরাইলি সেনাবাহিনী। যেখানে শত শত রোগী এবং বাস্তুচ্যুত মানুষ এখনও আটকা পড়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( ডব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল টেডরস এডহানম জানিয়েছেন, ইসরাইলি বাহিনীর চলমান অভিযানে উত্তর গাজার আল শিফা হাসপাতালের কর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর আল জাজিরার।


বৃহস্পতিবার (২১ মার্চ) এক এক্স বার্তায় তিনি লেখেন, ‘আমরা রোগীদের অবস্থা জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করছি। কারণ তাদের সেবা দরকার। কিন্তু সেখানকার কোন কর্মীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পাচ্ছি না। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তাদের আটক করে রাখা হয়েছে।’


তিনি জোর দিয়ে বলেন, আমরা আবারও পুনরাবৃত্তি করছি, হাসপাতাল যুদ্ধক্ষেত্র নয়। তাদের অবশ্যই আন্তর্জাতিক মানবতা আইন অনুযায়ী সবকিছু করতে হবে।


আল শিফার মতো গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকার বেশিরভাগ এলাকায় হামলা হয়েছে।


রাফাতে বিশেষ করে কৃষিজমিতে বেশি হামলা হয়েছে। এছাড়াও গাজা শহরের অনেক অংশে বোমাবর্ষণ হচ্ছে। ইসরাইলি সৈন্য এবং হামাস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে কোথাও কোথাও।


গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, চিকিৎসা ও যত্নের অভাবে অনেক রোগীর মৃত্যু হয়েছে।


এদিকে, আল শিফা হাসপাতালের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দিয়েছে ইসরাইলি সৈন্যরা, যা বিশেষ অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত হত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com