
জাপানের রাজধানী টোকিওর কাছে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২১ মার্চ, বৃহস্পতিবার সকাল ৯টা ০৮ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। যার কেন্দ্রস্থল ছিল পূর্ব জাপানের দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে প্রায় ৪৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কারণে সাময়িকভাবে হোকুরিকু এবং জোয়েৎসু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় যা টোকিও এবং মধ্য জাপানের শহর নাগানো এবং নিগাতাকে সংযোগ রক্ষা করে।
নিউক্লিয়ার রেগুলেশন অথরিটির কর্মকর্তা হিরোইউকি সানাদা বলেছেন, ইবারাকির টোকাই দাইনি পারমাণবিক কেন্দ্রে ‘কোন অস্বাভাবিকতা’ পাওয়া যায়নি।
উল্লেখ্য, জাপান প্রতি বছর প্রায় ১৫শ’ বার ভূমিকম্পে কেঁপে ওঠে, যার অধিকাংশই মৃদু।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]