
পাকিস্তানে ১৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাউজে এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টের কাছে ১৯ সদস্যের একটি তালিকা দেন।
একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে মন্ত্রিসভার আকার ছোট করেছেন। তবে দ্বিতীয় ধাপে সংখ্যা আরও বাড়বে।
শাহবাজ শরিফের ১৯ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একজন নারী। প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পিপিপি নেতা আসিফ আলি জারদারি। তার স্ত্রী দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রয়াত হয়েছেন প্রায় দেড় যুগ আগে। সূত্র: জিও নিউজ
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]