
রাশিয়ার রাজধানী মস্কোয় জঙ্গিদের আশু হামলার পরিকল্পনা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে সেখানকার যুক্তরাষ্ট্রের দূতাবাস। রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা মস্কোয় একটি সিনাগগে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখার একটি গোষ্ঠীর হামলা চালানোর পরিকল্পনা নস্যাতের কথা জানানোর কয়েকঘন্টা পরই এই সতর্কবার্তা এলো।
মস্কোতে হওয়া জনসমাগম থেকে এই হামলা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। রাশিয়াতে অবস্থান করা সমস্ত মার্কিনিদের দ্রুত সময়ের মধ্যে দেশটি ছাড়া আহ্বান করেছে তারা। এছাড়া মস্কোতে হওয়া কোনো ধরনের জনসমাগম এড়িয়ে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
৮ মার্চ, শুক্রবার এক প্রতিবেদনে ফোর্বস জানায়, জঙ্গি হামলার হুমকি কী ধরনের সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দূতাবাস। তবে তারা মানুষজনকে কনসার্টে না যাওয়া, ভিড় এড়িয়ে চলা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছে। এর আগেও মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছিল।
মস্কোর একটি উপাসনালয়ে হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করার দাবি করেছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা (এফএসবি)। তাদের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখার একটি সেল উপাসনালয়টিতে হামলার পরিকল্পনা করেছিল। তবে, নিরাপত্তা পরিষেবা সেটি নস্যাৎ করে দিয়েছে। এফএসবির এমন বক্তব্যের ঘণ্টাখানেক পরই মার্কিন দূতাবাস থেকে সতর্কবার্তা দেয়া হয়েছে।
নিজেদের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, মস্কোয় কনসার্টসহ বড় ধরনের জনসমাগম এলাকায় জঙ্গিদের খুব শিগগিরই হামলা চালানোর পরিকল্পনার খবর পর্যালোচনা করে দেখছে দূতাবাস। আগামী ৪৮ ঘণ্টার জন্য মার্কিন নাগরিকদেরকে বড় জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা ও মার্কিন দূতাবাসের বিবৃতিতে যোগসাজশ রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ বাধে যা চলমান। এই যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক তরানিতে রয়েছে। ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে মস্কোর এমন খারাপ সম্পর্ক দেখা যায়নি। ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনকে অর্থ, অস্ত্র ও বুদ্ধিমত্তা দিয়ে সমর্থন করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]